রোহিঙ্গাদের সহায়তায় আসছে ফিনিক্স

|

মিয়ানমারের সেনা অভিযান থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসছে ভূমধ্যসাগরে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য মাইগ্রেন্ট অফশোর এইড স্টেশন’ । এতদিন তারা লিবিয়া উপকূল হয়ে ইউরোপে পাড়ি দেয়া অভিবাসীদের বাঁচাতে কাজ করে আসছিলো।

‘দ্য ফিনিক্স’ নামের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে গেলো ৩ বছরে দলটি সাগর থেকে উদ্ধার করেছে অন্তত ৪০ হাজার অভিবাসীকে । তবে এবার তারা কাজের স্থান পরিবর্তন করতে চলেছে । সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, বঙ্গোপসাগরে পৌঁছে রোহিঙ্গা গোষ্ঠীকে যতদূর সম্ভব মানবিক সহায়তা ও ত্রাণ তৎপরতা চালাতে চায় তারা । পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের একটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি । অবশ্য মাল্টা থেকে রওনা দেয়া উদ্ধারকারী জাহাজটির প্রায় তিন সপ্তাহ সময় লাগবে মিয়ানমারের কাছাকাছি বঙ্গোপসাগরে পৌঁছাতে ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply