ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছে: স্থানীয় সরকার মন্ত্রী

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি

ডেঙ্গু পরিস্থিতি ভালো না হওয়ায় দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন চলতি মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থায় আছে বলে জানান তিনি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও-এ এফডিসিতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কে তিনি এসব কথা বলেন।

দুই মেয়র কাউন্সিলররা ডেঙ্গু নিয়ন্ত্রণে অনেক কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধ করা সম্ভব নয়। তাই সরকারের সাথে সহযোগী হয়ে নগরবাসীকে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটি করতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডেঙ্গু প্রতিরোধে করোনার মতো জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে টেকনিক্যাল কমিটি করতে হবে। একইসাথে দুই সিটির মেয়রকে আরও আন্তরিকতার সাথে কাজের আহবান জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply