ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল কারাগারে

|

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের লোগো।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির সাবেক সিওও নাজমুল আলম রাসেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাসেলের আইনজীবী জামিনের আবেদন করলে রোববার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

গত ১৬ আগস্ট ই-অরেঞ্জের বিরুদ্ধে এক হাজার ১০০ কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে মামলা করেন তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী। মামলায় ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাসহ সব মালিককে আসামি করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply