শ্রীলংকায় জরুরী অবস্থার মধ্যেই মুসলিমদের ওপর হামলা

|

দেশজুড়ে জরুরি অবস্থা জারি থাকা সত্ত্বেও সহিংস পরিস্থিতি বিরাজ করছে শ্রীলঙ্কায়। মঙ্গলবারও হামলা হয়েছে ক্যান্ডির একটি মসজিদ ও মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে।

ক্যান্ডির মাদাওয়ালা গ্রামের বাসিন্দারা জানান, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার জরুরি ঘোষণার কয়েক ঘন্টা পরই হামলার শিকার হন তারা।

স্থানীয় বৌদ্ধ জনগোষ্ঠী সংঘবদ্ধ হয়ে জ্বালিয়ে দেয় একটি মসজিদ ও বেশ কিছু দোকানপাট। তবে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মুসলিমরা।

ক্যান্ডিতে বৌদ্ধ-মুসলিম দাঙ্গার জেরে মঙ্গলবার দুপুরে দেশে জরুরি অবস্থা জারি করেন লঙ্কান প্রেসিডেন্ট। রাস্তায় নেমে আসে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ সব চেক পয়েন্টে তল্লাশি ও দাঙ্গা প্রবণ এলাকাগুলোতে চালানো হচ্ছে অভিযান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply