পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের ঘোষণা উত্তর কোরিয়ার

|

আলোচনার স্বার্থে আপাতত পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আগামী মাসেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সাথে বৈঠকে বসারও ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করে। ব্লু হাউজের এক সংবাদ সম্মেলনে বলা হয় সিউলের পাশাপাশি ওয়াশিংটনের সাথেও আলোচনা করতে আগ্রহী পিয়ং ইয়ং।

কিম জং উন প্রশাসনের বরাত দিয়ে সিউল বলছে, কেবল নিরাপত্তা হুমকি ঠেকাতেই পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করেছে উত্তর কোরিয়া। এর আগে গেলো ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে যান দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

কিম জং উন সহ উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকও করেন তারা। কিম উন আশ্বাস দেন প্রতিবেশি দেশটির ওপর কখনো পরমাণু অস্ত্র প্রয়োগ করা হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply