ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

|

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র মানববন্ধনে পুলিশের সাথে বিএনপি কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে (১২টা) জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে মঙ্গলবার সকাল থেকে জেলা বিএনপি’র নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকে এবং দুপুরে মানবন্ধন কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ তাদের ব্যানার কেড়ে নেয়। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। বাধা উপেক্ষা করে বিএনপির কর্মীরা কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপি কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তার স্বার্থে রাস্তায় পুলিশি অনুমতি ছাড়া সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

জেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকার পুলিশি জোড়ে ক্ষমতায় টিকে রয়েছে। খালেদা জিয়ার জামিন না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে কর্মসূচি দেয়া হবে তা যেকোন মূল্যেই ব্স্তবায়ন করবে জেলা বিএনপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply