জয়পুরহাটে নানা আয়োজনে পাট দিবস পালিত

|

জয়পুরহাট প্রতিনিধি
“বাংলার পাট বিশ্ব মাত” “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে জাতীয় পাট দিবস ।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায় প্রমুখ।
বক্তারা সকলকে পাটের তৈরি পণ্য ব্যবহার এবং অধিক পাট চাষে কৃষকদের উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply