গণপরিবহনে ৯৪% নারীই যৌন নির্যাতনের শিকার

|

গণপরিবহনে চলাচলের সময় মৌখিক, শারিরীকসহ নানাভাবে ৯৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হন। আর ৪১ থেকে ৬০ বছর বয়সী পুরুষরাই এ ঘটনার জন্য দায়ী। ব্র্যাকের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জাতীয় প্রেসক্লাবে ‘নারীর জন্য যৌন হয়রানি ও দুর্ঘটনামুক্ত সড়ক’ শীর্ষক আনুষ্ঠানে গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। ছেলে-মেয়েদের আলাদা প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ যৌন হয়রানির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। নারী নিরাপত্তা জোরদারের সুপারিশ তুলে ধরা হয় অনুষ্ঠানে।

ঢাকা রিপোটারস ইউনিটিতে এক অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরি বলেন, কর্মক্ষেত্রে নারীদের কোন জায়গায় সবচেয়ে বেশী হয়রানী শিকার হতে হয়, সেগুলো চিহ্নিত করে, সমাধানে যেতে হবে। বাড়াতে হবে সচেতনতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply