জাফর ইকবাল হত্যাচেষ্টার প্রতিবাদে শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন

|

শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌনমিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়। ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা মৌন মিছিল বের করে। এসময় তিন বিভাগের শিক্ষকরাও যোগ দেন।

ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ করেন। সেখানে সমাবেশে বক্তারা জাফর ইকবালের ওপর হামলার পেছনে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান। আর উপাচার্য দাবি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি শেষ করার।

হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। আদর্শ শিশু বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে বক্তারা ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply