কোরিয়াকে সামরিক জবাবের হুমকি ট্রাম্পের

|

নতুনভাবে শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করায় উত্তর কোরিয়াকে সামরিক জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নিরাপত্তায় হুমকি হয়ে উঠলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে উত্তর কোরিয়াকে।

এসময় ‘বড় ধরনের’ সামরিক জবাব দেয়ার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, বিশ্ব মানচিত্র থেকে উত্তর কোরিয়াকে মুছে দিতে চায় না যুক্তরাষ্ট্র। এছাড়াও অনেক পথ খোলা আছে পেন্টাগনের সামনে।

এসময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশনা মেনে নেয়ার জন্যও কিম জং উন প্রশাসনের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

রোববার কোরিয়ার ইতিহাসে ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার পরীক্ষা চালায় পিয়ংইয়ং। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর এটি উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply