বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত, দাফন নিয়ে মতপার্থক্য

|

মাওলানা বাবুনগরীর জানাজায় অংশ নিতে মানুষের ঢল।

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম আল মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে। জানাজার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পাওয়া মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি জুনায়েদ বাবুনগরীর মামা।

এদিকে, বিশিষ্ট এই আলেমের দাফন কোথায় হবে সেটি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। প্রথমে জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার কবরস্থানে দাফন করার কথা থাকলেও হেফাজতে ইসলামের অনেক নেতাই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে চান। হাটহাজারী মাদ্রাসা ও নিজ বাড়ি ফটিকছড়ির বাবুনগরে আলাদা আলাদা কবরও খোড়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply