বিলাসবহুল ট্রেনের ভাড়া অর্ধেক করা হচ্ছে

|

ঘুরতে গেলেও একটু আরাম-আয়েশ সবাই চায়। কেনইবা চাইবে না। ঘুরতে যাওয়াটা তো নিত্য দিনের ঝামেলা সরিয়ে একটু আরাম-আয়েশই করা। তো আরাম-আয়েশ করতে গেলে ‘ব্যাগ অ্যান্ড ব্যাগেজ’ বেড়ে যায়। এ জন্য ট্যাকের কড়িও ফেলতে হয় বেশ।

বিলাসবহুল একটি ট্রেনের খাবার ঘর

ঘুরতে গিয়ে মালপত্রের জন্য বাড়তি খরচটা হিসেবের খাতা কাঁটার মতো বিঁধে। অনেক সময় দেখা যায়, সাধ থাকলেও সাধ্য থাকে না।

সে বিষয়টি মাথায় রেখেই বিলাসবহুল ট্রেনগুলিতে মালপত্র পরিবহনের ভাড়া অর্ধেকে নামিয়ে এসেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এই তালিকায় রয়েছে মহারাজ, প্যালেস হুইল, গোল্ডেন চ্যারিয়ট-এর মতো রাজ প্রাসাদতুল্য ট্রেনগুলো।

প্যালেস অন হুইল ট্রেনের শোবার ঘর

দেশটির রেলমন্ত্রণালয় জানিয়েছে, ওই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেকাংশে কমেছে। ভাড়া কমানোর বিষয়ে এই মাসের এক তারিখে বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে মালামাল পরিবহনের খরচ অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে।

প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান ট্রেন দু’টি যৌথভাবে পরিচালনা করে ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ। কর্ণাটক সরকার ও ভারতীয় রেল পরিচালনা করে গোল্ডেন এক্সপ্রেস ট্রেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply