বাংলাদেশ-ভিয়েতনাম ৩টি সমঝোতা চুক্তি সই

|

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে তিনটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

মৎস ও প্রাণী সম্পদ খাত, যন্ত্রাংশ উদপাদন ও দু’দেশের সংস্কৃতিশিল্পখাতে সহযোগিতা এবং সংস্কৃতি বিনিময়ের বিষয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন দু’দেশের রাষ্ট্রপ্রধারা।

রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘমেয়াদী ও শান্তিপূর্ণ সমস্যা সমাধানের ভিয়েতনামের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সমস্যা সমাধানের বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌছালে প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply