কানাডা অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কানাডায় সর্বোচ্চ শাস্তির সুযোগ না থাকায় তারা অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী কানাডায় রয়েছেন।

রোববার (১৫ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে সঠিক তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এছাড়া যে সব দেশে খুনিরা অবস্থান করছে, তাদের বাড়ির সামনে গিয়ে জমায়েত হয়ে মানববন্ধন করার আহ্বান জানান মন্ত্রী। আশেপাশের মানুষ যেন জানে যে এই এলাকায় একজন খুনি বসবাস করে।

ড. মোমেন বলেন, পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া রাশেদ চৌধুরীর নাগরিকত্ব বাতিল করে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply