বিদ্যুৎ বিভ্রাটে স্থবির শাহজালাল বিমানবন্দর

|

রোববার পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি বিদেশ থেকে আসা বিভিন্ন ফ্লাইটের প্রায় কয়েকশো যাত্রী আটকা পড়েছিলেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে ইমিগ্রেশনে আটকা পড়েন যাত্রীরা। বিদ্যুৎ না থাকায় ইমিগ্রেশন পুলিশের কম্পিউটার বন্ধ থাকায় যাত্রীরা বের হতে পারেননি। বিমানবন্দরে বিদ্যুতের দুটি ফেজের মধ্যে একটি ফেজ বন্ধ থাকায় এমন যাত্রীরা এমন দুর্ভোগে পড়েন বলে জানায় ইমিগ্রেশন পুলিশ। প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে গত আগস্ট মাসেও এরকম পরিস্থিতিতে প্রায় ৫ ঘণ্টা বিমানবন্দরের সব ধরনের কাযর্ক্রম বন্ধ ছিল। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ভোগান্তিতে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply