শিরোপার লড়াই শুরু, ইপিএলে এবার কারা এগিয়ে?

|

শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসর। ছবি: সংগৃহীত।

শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। প্রথম দিনেই অঘটনের সাক্ষী হয়েছে আর্সেনাল ভক্তরা। ফর্ম আর নিজেদের শক্তি বাড়িয়ে ম্যানচেস্টার সিটি শিরোপা ধরে রাখার বার্তা দিয়ে রেখেছে। তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আছে চেলসি আর লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডও মরিয়া লিগ শিরোপার খরা ঘুচাতে।

গত চার মৌসুমের মধ্যে তিনটি লিগ শিরোপা জেতা ম্যানচেস্টার সিটি এবারও শিরোপার অন্যতম দাবিদার। গত মৌসুমে দলের মূল ফুটবলারদের অনেকেই ইনজুরির কারণে নিজেদের সেরাটা দিতে পারেননি। এবার শুরু থেকেই অবশ্য ডি ব্রুইনাদের নিয়ে পূর্ণ শক্তির দল পাবেন পেপ গার্দিওলা। সাথে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে নেবার জোড় সম্ভাবনা চলছে। তার সাথে জ্যাক গ্রিলিশের দলভুক্তিতে শিরোপার অন্যতম দাবিদার এখন সিটিজেনরা।

এবারের আসরে ম্যান সিটিকে চ্যালেঞ্জ জানানোর মত রয়েছে দুটি দল। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিতে রোমেলো লুকাকু যোগ দেয়ায় বাড়তি শক্তিশালী দল এখন টুখেলের দল। মৌসুম শুরু আগে ভিয়ারিয়ালকে সুপার কাপে হারিয়ে নিজেদের দাপট ধরে রেখে ব্লুজ।

চেলসির পাশাপাশি লিভারপুলও রয়েছে ম্যানচেস্টার সিটিকে প্রতিদ্বন্দ্বিতা জানাতে। সালাহ, মানে, ফিরমিনোদের ফর্মে ফেরার দিনে যেকোনো দলকে হারাতে পারে অলরেডরা। সাথে দীর্ঘ এক বছর পর ইনজুরি থেকে ভ্যান ডাইকের ফেরা ক্লপের জন্য বাড়তি অনুপ্রেরণার। শুধু এখন মাঠের খেলায় ফেরার অপেক্ষা লিভারপুল।

এবারের মৌসুমে কোনো শিরোপা না জিততে পারলে হয়তো নিজের চাকরি খোয়াতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার শোলশায়ার। তাইতো লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে এবার জর্ডান সানচো আর রাফায়েল ভারানেকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়ে রেড ডেভিলরা। তবে ম্যানচেস্টার সিটিকে কতটুকু চ্যালেঞ্জ জানাতে পারবে এখন তাই দেখার অপেক্ষা।

লিগ শিরোপার দৌড়ে থাকতে পারে লেস্টার সিটিও। সবসময় মাঝারি মানের দল গড়ে জায়ান্টদের ভড়কে দেয় দ্যা ফক্সেস এবারও মাঠে থাকবে নিজেদের সেরা ফর্ম নিয়ে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply