এবার মাজার-ই শরিফ দখলে নিলো তালেবান

|

মাজার-ই শরিফ দখলে নিয়েছে তালেবান।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে সরকারের সবশেষ শক্ত ঘাঁটিও এখন তালেবানের নিয়ন্ত্রণে। শনিবার মাজার-ই শরিফ দখল করে গোষ্ঠীটি।

স্থানীয় কর্মকর্তারা জানান, প্রায় বিনা বাধাতেই শহরটির দখল নেয় তালেবান। শুরুতেই আত্মসমর্পণ করে ন্যাশনাল আর্মি সদস্যরা। এরপরই পিছু হটে সরকারি বাহিনী।

আরও পড়ুন: অসহায় আফগান প্রেসিডেন্ট ঘানি পালাবেন নাকি লড়বেন?

ভূ-কৌশলগত দিক থেকে বালখ প্রদেশের রাজধানী মাজার-ই শরিফ আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী শহরটি দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। মাত্র কয়েকদিন আগেই মাজার-ই শরিফ সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শহরটি দখলের মধ্য দিয়ে রাজধানী কাবুলের আরও কাছাকাছি চলে গেলো তালেবান।

আরও পড়ুন: কাবুলের ঠিক দ্বারপ্রান্তে তালেবান

এই নিয়ে আফগানিস্তানের ৩৪টির মধ্যে ২০টি প্রদেশের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন বহু মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply