উষ্ণতম মাসের নতুন রেকর্ড

|

ছবি: সংগৃহীত

স্মরণকালের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে চলতি বছরের জুলাই মাসে। আধুনিক সময়ে আর কখনও এতো গরম পড়েনি পৃথিবীতে। এর আগে সবচেয়ে উষ্ণতম মাস ছিলো ২০১৬ সালের জুলাই।

যুক্তরাষ্ট্রের ফেডারেল সায়েন্টেফিক এন্ড রেগুলেটরি এজেন্সি জানিয়েছে এসব তথ্য। ১৪২ বছর ধরে পৃথিবীর তাপমাত্রার হিসাব রাখছে সংস্থাটি। তাদের প্রতিবেদন বলছে, এক শতকের ব্যবধানে পৃথিবীর ভূমি ও সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা বেড়েছে শূণ্য দশমিক ৯৩ ডিগ্রী সেলসিয়াস।

প্রতিবেদন বলছে, ২ হাজার বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ১৯৭০ থেকে ২০২০ সময়কালে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্রমাগত বেড়ে চলছে পৃথিবীর তাপমাত্রা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply