বাঁচানো গেলোনা আটকে পড়া তিমিটিকে!

|

আর্জেন্টিনার উপকূলে আটকা অবস্থায় মারা যায় তিমিটি। ছবি: সংগৃহীত।

অগভীর পানিতে আটকে পড়া একটি তিমিকে বাঁচাতে চললো মহাযজ্ঞ। আট-দশ জন উদ্ধারকর্মী কয়েকদিন ধরে চালালেন প্রাণান্তকর চেষ্টা।

এ ঘটনা ঘটেছে আর্জেন্টিনার উপকূলীয় শহর সান ক্লিমেন্তে ডেল তুয়ো’তে। সাগরের অগভীর পানিতে এসে আটকা পড়ে তিমিটি। বালুতে আটকা পড়ে ছটফট করা প্রাণীটির সাহায্যে এগিয়ে যায় উদ্ধারকর্মীরা। দল বেঁধে তিমিটিকে পানিতে ভাসানোর জন্য চালাতে থাকেন নানা প্রচেষ্টা। কিন্তু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়।

বৃহস্পতিবার উপকূলে আটকা অবস্থায়ই মারা যায় তিমিটি। সম্প্রতি তিমি মারা যাওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিজ্ঞানীরা। পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর কেবল ব্রাজিলেই মারা গেছে ১শ’ তিমি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply