একজন সমর্থকের ৭৪ বছরের অপেক্ষার অবসান

|

ব্রেন্টফোর্ডের আজীবন সমর্থক ডেরেক বারিজের স্বপ্ন পূরণ হলো। সর্বোচ্চ পর্যায়ে আবারও ফিরেছে তার ক্লাব। ছবি: সংগৃহীত

আজীবন ব্রেন্টফোর্ড সমর্থক ডেরেক বারিজ ৭৪ বছর পর প্রিয় ক্লাবকে আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরতে দেখলেন, দেখলেন তারা হারাচ্ছে উঁচু সারির ক্লাবকে। তার অশ্রু মাখা উল্লাসের ছবি ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

১৯৪৭ সালের ২৬ মে ডেরেক বারিজ ছিলেন গ্রিফিন পার্কে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে দ্বিতীয় সারির টুর্নামেন্টে রেলিগেটেড হয়ে যাওয়ার পথে সবশেষ ম্যাচটা সেখানে বসেই দেখেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে সেটাই ছিল সাত দশকের মধ্যে ব্রেন্টফোর্ডের শেষ ম্যাচ, আর সেটাও ছিল আর্সেনালের বিরুদ্ধে। ১৯৪৭ সালের সেই ম্যাচে গানারদের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল ব্রেন্টফোর্ড।

৭৪ বছর পর ইংল্যান্ডের সর্বোচ্চ মানের টুর্নামেন্টে উত্তরণ ঘটেছে বারিজের প্রিয় ক্লাব ব্রেন্টফোর্ডের। আর তারা শুরুও করলো সেই আর্সেনালের বিরুদ্ধে ২-০ গোলের দুর্দান্ত জয় দিয়ে। ক্যামেরাম্যান ঠিকই খুঁজে নিয়েছে ৮৮ বছর বয়সী ডেরেক বারিজের মুখ। ফুটবলপ্রেমীরা দেখলো, ৭৪ বছর পর প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচেই জয়ের আনন্দে ক্রন্দনরত এক বৃদ্ধের মুখ; যিনি শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন পেরিয়ে বার্ধক্যেও সমর্থন করে যাচ্ছেন তার ক্লাবকে।

/এমই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply