ম্যান ইউ, লিভারপুল, চেলসি ও লেস্টারের লিগ শুরু আজ

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামবে ১৪ দল। যেখানে আলাদা ম্যাচে লড়বে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লেস্টার সিটি ও লিভারপুল।

মার্সেলো বিয়েলসার লিডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ মৌসুমে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে আসর শেষ করেছিল রেড ডেভিলরা। এবার শিরোপা জয়ের লক্ষ্যে নতুন করে দল গুছিয়েছে ক্লাবটি। দলে নেয়া হয়েছে জেডন সানচো ও রাফায়েল ভারানেকে। প্রি সিজনের ম্যাচে নিজের সেরা ছন্দে ফেরার আভাস দিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। দু’দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে লিডসের কাছে পয়েন্ট হারিয়েছিল ওলে গানার সুলশারের শিষ্যরা। এবার ঘরের মাঠে জয় দিয়ে আসর শুরু করতে চায় রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ।

এদিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় দিয়ে আসর শুরুর অপেক্ষায় আরেক জায়ান্ট চেলসি। সবশেষ লিগে প্রত্যাশিত ফলাফল না পেলেও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুখস্মৃতি আছে টমাস টুখেল শিষ্যদের। এবার সুপার কাপ জয় দিয়ে মৌসুম শুরু করেছে ক্লাবটি। আক্রমণভাগের শক্তি বাড়াতে নেয়া হয়েছে রোমেলু লুকাকুকে। তাকে যোগ্য সঙ্গ দিতে প্রস্তুত ম্যাসন মাউন্ট, টিমো ভের্নার। আর মিডফিল্ডে এনগোলো কন্তে, জর্জিনহোরা আছেন সেরা ছন্দে। স্ট্যামফোর্ড ব্রিজে রাত ৮টায় শুরু হবে দু’দলের লড়াই।

দিনের অপর ম্যাচে নরউইচ সিটির আতিথ্য নেবে লিভারপুল। সবশেষ মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময় কেটেছে অল রেডদের। ইনজুরি জর্জরিত দল নিয়ে কোনরকম মৌসুম শেষ করতে হয়েছে কোচ ইয়্যুর্গেন ক্লপকে। তবে এবার সে শঙ্কা নেই। চোটমুক্ত প্রায় সব ফুটবলার। এক মৌসুম পর দলকে লিগ শিরোপা এনে দিনে প্রস্তুত সালাহ-মানে-ফিরমিনোদের নিয়ে গড়া দলের শক্তিশালী আক্রমণভাগ। রাত সাড়ে ১০টায় শুরু হবে দু’দলের লড়াই।

এছাড়া রাত ৮টায় উলভসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে লেস্টার সিটি। লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে নুনো এস্পিরিতো সান্তোর যুগ শেষে নতুন মিশনে মাঠে নামবেন রুই প্যাট্রিসিও, রুবেন নেভেসরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply