বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

|

ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢলে দেশের কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ব বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড।

তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম জানায়, ডালিয়া ব্যারেজের ভাটিতে থাকা নদীর তীরবর্তী চরসহ নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।

এদিকে, পানি বাড়ছে খুলনা বিভাগের রূপসা, বেতনা ও পশুর নদীতে। রূপসা ১৫, বেতনা ৬০ ও পশুর নদের পানি ৯০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply