সেলফি তুলতে গিয়ে নদীতে, উদ্ধার করলো পুলিশ

|

নদীতে পড়ে যাওয়া যুবককে উদ্ধার করছে পুলিশ। ছবি: সংগৃহীত।

স্মার্টফোনে সেলফি তোলা তুলতে গিয়ে সারারাত নদীতে গলা পানিতে ডুবে থাকলেন ভারতের চেন্নাইয়ের এক যুবক। অবশেষে ভোরবেলা পুলিশ এসে দড়ি ফেললে উঠে আসেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কার্তিক নামের ৩০ বছর বয়সী ওই যুবক মঙ্গলবার (১০ আগস্ট) রাতে ১০টার দিকে চেন্নাইয়ের কৌম নদীর ওপর নেপিয়ার ব্রিজে সেলফি তুলতে যান। ভাল ফ্রেম পেতে একেবারে ব্রিজের কিনারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান কার্তিক। পানি কম থাকলেও উঠে আসার ব্যবস্থা না থাকায় আর মোবাইল পানিতে পড়ে যাওয়ায় সারারাত সেখানেই দাঁড়িয়ে থাকেন তিনি। যোগাযোগ করতে পারেননি কারো সাথে।

ভোরে পথচারীরা তাকে দেখতে পেয়ে পুলিশে ফোন দেন। পরে ভোরে পুলিশ এসে দড়ি ফেলে তাকে উদ্ধার করে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply