‘কাকলী’ ফেরির ভারপ্রাপ্ত মাস্টার ও হুইল সুকানি বরখাস্ত

|

ফেরি 'কাকলী'। ছবি: সংগৃহীত।

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়ার ঘটনায় মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত ফেরি কাকলির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) তাদেরকে বরখাস্ত করা হয়। বিআইডব্লিউটিসির এক আদেশে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, ফেরিটি সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায় উক্ত ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মো. বাদল হোসেন এবং হুইল সুকানি আব্দুর রশিদকে আজ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৭ টার দিকে পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আঘাত হানে ফেরি ‘কাকলি’। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে এই ধাক্কার ঘটনাটি ঘটে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply