আবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লড়বে লাতিন আমেরিকার দুই পরাশক্তি।

সুপার ক্লাসিকোর এবারের ম্যাচটি হবে আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন্স জানিয়েছে, বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী কয়েক রাউন্ডের সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

গত জুলাই মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জেতে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ব্রাজিল। সমান ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান আর্জেন্টিনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply