ভয়াবহ বন্যায় চীনে রেড অ্যালার্ট, মৃত ২১

|

সাম্প্রতিক সময়ে একের পর এক বন্যায় পর্যুদস্ত চীন। এবার হুবেই প্রদেশের বন্যায় এখনও পর্যন্ত মারা গেছেন ২১ জন। ছবি: সংগৃহীত

চীনের হুবেই প্রদেশে প্রবল বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। পাঁচটি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আরও প্রাণহানির শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য কর্তৃপক্ষ। প্রায় ৬০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পাঁচ দিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রদেশের সুইঝৌ শহর। নিহতদের সবাই এই শহরের বাসিন্দা। পানির তোড়ে ভেঙে পড়েছে প্রদেশের অন্তত ২৭’শ স্থাপনা। ক্ষতিগ্রস্ত ১১ কিলোমিটার সড়ক, বিধ্বস্ত ৬৩টি ব্রিজ ও ৭’শ ২৫টি বৈদ্যুতিক পোল। বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা।

ঝুঁকিতে থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া কর্তৃপক্ষ। পূর্বাভাস দিয়েছে ভূমিধসের মতো দুর্যোগের। রেকর্ড বৃষ্টিতে গেল মাসেও ভয়াবহ বন্যার কবলে পড়ে চীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply