কানাডায় আগাম নির্বাচনের পরিকল্পনা করছে ট্রুডো প্রশাসন

|

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: সংগৃহীত।

কানাডায় আগাম নির্বাচনের পরিকল্পনা করছে ট্রুডো প্রশাসন। এরই মধ্যে গভর্নরের কাছে নির্বাচন আয়োজনের আবেদন জানানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য কানাডার সব রাজনৈতিক দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার এবং ভ্যাকসিন নিয়ে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছে কানাডার ফেডারেল সরকার। ভোটারদের কাছ থেকে সেই পরিকল্পনার স্বীকৃতি পেতেই এই আগাম নির্বাচনের আয়োজন।

করোনা মোকাবেলায় শুরুতে চাপের মুখে পড়লেও, পরবর্তীতে তা সামলে ওঠে ট্রুডো প্রশাসন। সম্প্রতি টিকাদান কার্যক্রমে সফলতা দেখিয়েছে লিবারেল সরকার। জরিপ বলছে, আগাম নির্বাচনে ট্রুডোর পক্ষেই রায় বেশিরভাগ ভোটারের।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply