সীমান্ত খুলে দেয়ার দাবিতে আফগানদের বিক্ষোভ, লাশ নিয়ে মিছিল

|

সীমান্ত পাড়ি দেয়ার জন্য অপেক্ষারত এক আফগান নাগরিকের মৃত্যুতে ফুঁসে ওঠেছে দেশটির নাগরিকরা।

সীমান্ত পাড়ি দেয়ার জন্য অপেক্ষারত এক আফগান নাগরিকের মৃত্যুতে ফুঁসে ওঠেছে দেশটির নাগরিকরা। এসময় বর্ডার খুলে দেয়ার দাবিতে মৃত ব্যক্তির লাশ নিয়ে সরকারি অফিসের সামনে বিক্ষোভ করেন আফগান নাগরিকরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আফগান-পাকিস্তান সীমান্ত চমন-স্পিন বোলদাকে আটকে পড়া আফগান নাগরিকদের সাথে সংঘর্ষ হয় ​নিরাপত্তা বাহিনীর। এসময় বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে ইট-পাটকেল ছুড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। টিয়ায় শেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে নিরাপত্তা বাহিনী। তবে ঘটেনি কোনো হতাহতের ঘটনা।

গত সপ্তাহে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সীমান্তটি দখলে নেয় তালেবান গোষ্ঠী। পরে সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। বন্ধ করে দেয় ভিসামুক্ত যাতায়াত ব্যবস্থা। এতে পাকিস্তানে আটকে পড়েন কয়েকশ আফগান নাগরিক


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply