আলজেরিয়ার দাবানলে ৬৯ জনের মৃত্যু, চলছে ৩ দিনের শোক

|

দাবানলে (১২ আগস্ট পর্যন্ত) ৬৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আলজেরিয়ার সরকার। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার দাবানলে নিহতদের স্মরণে চলছে ৩ দিনের শোক। বৃহস্পতিবার (১২ আগস্ট) পর্যন্ত ৬৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

নিহতদের ২৮ জনই সেনা সদস্য, বাকিরা বেসামরিক নাগরিক। আলজেরিয়ার উত্তরাঞ্চলে গত সোমবার (৯ আগস্ট) থেকে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী। স্থানীয়দের জীবিত উদ্ধার করতে পারলে দগ্ধ হয়ে প্রাণ হারায় সেনা সদস্য। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে মাইলের পর মাইল এলাকা। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি ও স্থাপনা।

সরকারের ইঙ্গিত, ইচ্ছাকৃতভাবে কেউ বনাঞ্চলে আগুন লাগিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, দাবানলের জন্য অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনির পর অগ্নিসংযোগের মাধ্যমে হত্যা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply