কান্দাহার পুনর্দখলের দাবি তালেবানের

|

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার পুনর্দখলের দাবি তালেবানের। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার পুনর্দখলের দাবি করলো তালেবান। এখানেই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তালেবানের শক্ত ঘাঁটিও ছিলো শহরটিতে।

কয়েকদিন ধরেই কান্দাহারের চারপাশের এলাকাগুলোয় সরকারি বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াই চলছিলো। বুধবার (১১ আগস্ট) তারা কেন্দ্রীয় কারাগারের নিয়ন্ত্রণও নেয়। অবশ্য প্রশাসন পুরোপুরি হাতছাড়া হওয়ার তথ্য নিশ্চিত করেনি ।

বাণিজ্যের জন্য বিখ্যাত এই শহরের দখল নিলে সেটা হবে তালেবানের বড় সাফল্য। এছাড়া, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহতেও তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে শোনা যাচ্ছে। যদিও পুনর্দখলের খবর নিশ্চিত করেনি সরকার।

বৃহস্পতিবারই (১২ আগস্ট) কয়েক ঘণ্টার ব্যবধানে গজনি-হেরাত এবং ক্বালা-ই-নাওর মতো স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তাদের প্রতিরোধে স্থানীয় নিরাপত্তা বাহিনীগুলোর হাতে অস্ত্র তুলে দিয়েছে ঘানি সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply