আইপিএল শুরুর আগেই বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স ও সিএসকে

|

ছবি: সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৪তম আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রাক মৌসুম শিবিরের জন্য আজ শুক্রবার (১৩ আগস্ট) চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বাই ইন্ডিয়ান্সের আমিরাতে যাওয়ার কথা থাকলেও শুরুতেই ধাক্কা খেল ইভেন্টের সফলতম ও দ্বিতীয় সফল দলটি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধোনি-রোহিতের দল এখনো আরব আমিরাতে পা রাখার অনুমতি পায়নি।

সিএসকে-র সিইও কাশী বিশ্বনাথন ইনসাইডস্পোর্ট ডটকো-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা আমিরাতে যাওয়ার অনুমতি এখনো পাইনি। তবে বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। তারা আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। বলা হয়েছিল আমরা বুধবারের মধ্যেই অনুমতি পেয়ে যাব। কিন্তু এখনো পেলাম না। দেখা যাক শুক্রবার অনুমতি পাই কিনা।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সের এক সূত্র জানিয়েছে, পুরো দল আমিরাতে যাওয়ার অনুমতির অপেক্ষায় আছে। আমাদের অবস্থাও সিএসকের মতো। ওরা অনুমতি পেলে শুক্রবার পৌঁছে যাবে। আমাদের জন্য বাবল-টু-বাবল ট্রান্সফার হবে। তবুও নিয়ম মেনে আমাদের আমিরাতে কোয়ারেন্টিনে থাকতে হবে। যদিও আমাদের টিম মুম্বাইতে বায়ো বাবলেই ট্রেনিং করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply