২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ব্যাটিং কোচ প্রিন্স

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন। অস্থায়ী ভাবে ​জিম্বাবুয়ে সিরিজে কাজ করলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে ছিলেন না তিনি।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে প্রিন্স জানান, জিম্বাবুয়েতে বসেই অস্ট্রেলিয়া বধের ছক কষেছে বাংলাদেশ। ৪-১ সিরিজ জয়ে তাই ড্রেসিং রুমের কেউ বিস্মিত হয়নি। রাসেল ডোমিঙ্গো দলের সবার মধ্যে ইতিবাচক মানুসিকতা তৈরি করেছেন। আমি টাইগারদের সাথে কাজ করতে মুখিয়ে আছি।

টাইগারদের সবশেষ ব্যাটিং কোচ জন লুইসের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন এই প্রোটিয়া বাঁহাতি ব্যাটসম্যান। প্রিন্সকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচ হিসেবে নিজের দায়িত্ব পুরোপুরি সম্পন্ন করার জন্য অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাওয়া যায়নি। আগামী সপ্তাহ থেকে স্থায়ী পাবে পাওয়া যাবে তাকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply