আলজেরিয়ায় আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল

|

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল। ছবি: সংগৃহীত

আলজেরিয়ায় আরও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। দেশটির উত্তরাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। গুরুতর দগ্ধ আরও ১২ জন। মৃতদের ২৮ জনই সেনা সদস্য।

এদিকে, মৃতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্দেলমাদজিজ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কাবিলি অঞ্চলে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে প্রদেশের হাজার হাজার বাসিন্দাকে। স্কুল-কলেজ ভবন, হোটেলকে পরিণত করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।

আগুনের তীব্রতা বেড়েছে গ্রিসেও। পেলোপোনিজ উপত্যকায় লড়ছে কয়েকশ’ ফায়ার সার্ভিস কর্মী। দাবানলে বিপর্যস্ত তুরস্ক ও তিউনিসিয়াও। গত বেশ কয়েকদিন ধরে দাবানলের হটস্পট হয়ে উঠেছে ভূমধ্যসাগরীয় অঞ্চল। উষ্ণ হাওয়ার তীব্রতায় আগুন আরও ছড়িয়ে পড়ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply