রন ও দিপু সিকদারকে হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি

|

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দুজনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদের অব্যাহতি দিয়েছেন।

গত ৭ মে, ২০২০ রন হক সিকদার ও দিপু সিকদার এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দী করে রাখেন ও তাদের গুলি করে হত্যা করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছিল। মামলায় বলা হয়, ৫০০ কোটি টাকা ঋণপ্রস্তাব নিয়ে ঘটা ওই ঘটনা ঘটেছিল। রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে সই নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল।

তবে ২৬ জুলাই আদালতে জমা দেয়া পুলিশের চূড়ান্ত প্রতিবেদন বলছে, বাদী ও বিবাদীর ভুল বোঝাবুঝির কারণে এই মামলার উদ্ভব হয়েছে। তদন্ত করে আসামিদের অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণাদিও পাওয়া যায়নি। তারই প্রেক্ষিতে অভিযুক্তদের অব্যাহতি দেয়া হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply