আফগান সরকারকে ভারতের উপহার দেয়া হেলিকপ্টার দখলে নিলো তালেবান

|

আফগান সরকারকে উপহার দেয়া ভারতীয় হেলিকপ্টার তালেবানের দখলে।

আফগান সরকারকে উপহার দেয়া ভারতীয় হেলিকপ্টার ‘এমআই- থার্টি ফাইভ’ এর নিয়ন্ত্রণ নিলো তালেবান। বুধবার, কুন্দুজ বিমানবন্দরে থাকা ওই কপ্টার দখলে নেয় গোষ্ঠীটি।

প্রাদেশিক রাজধানী কুন্দুজ পুনর্দখলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। ভিডিওটিতে মোটরবাইকে এয়ারপোর্ট পাহারা দিতে দেখা যায় তালেবান সদস্যদের। ২০১৯ সালে ‘এমআই- থার্টি ফাইভ’ সিরিজের ৪টি হেলিকপ্টার আফগান নিরাপত্তা বাহিনীকে দেয় নয়াদিল্লি।

এছাড়া বেলারুশের সাথে যৌথ অর্থায়নে ঘানি সরকারকে ‘এম আই- টোয়েন্টি ফোর ভি’ সিরিজের আরও ৪টি হেলিকপ্টার এবং অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার- চিতাহ উপহার দিয়েছিল ভারত। সাথে বিমান বাহিনীকে দেয়া হয় যুদ্ধ সরঞ্জাম এবং প্রশিক্ষণ। তবে আফগান সরকার বর্তমান পরিস্থিতিতে ভারতকে বিমান সহযোগিতার আহ্বান জানালেও কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply