সংসদে মারামারি করলেন ভারতের বিধায়করা

|

বিমা সংক্রান্ত একটি বিল নিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হলো ভারতের রাজ্যসভা। তুমুল হট্টগোল ও হাতাহাতির মধ্যে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে পাস হয় বিলটি।

বুধবার (১১ আগস্ট) বিমা সংক্রান্ত বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আলোচনার জন্য অধিবেশনের সময় বাড়ানোর আর্জি জানায় সরকার। তবে বিরোধীরা বিলটি নিয়ে অন্য একদিন আলোচনার দাবি তোলে। তাদের আপত্তি গ্রাহ্য না হওয়ায় এক পর্যায়ে শুরু হয়ে তীব্র বাকবিতণ্ডা। বাকবিতণ্ডা থেকে আরম্ভ হয় বিধায়কদের ধস্তাধস্তি। হট্টগোলের মধ্যে কাগজ ছিড়ে ছুঁড়ে মারতে দেখা যায় তাদের, চেয়ারও ছুঁড়ে মারেন কেউ কেউ। এসময় এক নারী নিরাপত্তাকর্মীর গলা টিপে ধরার অভিযোগও ওঠে।

এমন পরিস্থিতির মধ্যেই কণ্ঠভোটে বিল পাস করিয়ে নেয় মোদি সরকার। বিষয়টিকে গণতান্ত্রিক আচরণের পরিপন্থী বলছে বিরোধী দলগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply