মেজর সেজে পদ্মা সেতু প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণা, অবশেষে আটক

|

আটক ভুয়া মেজর ও তার দুই সহযোগী।

পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে এক ভুয়া মেজর ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় নড়াইল থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটককৃত নয়ন কুমার সিংহ নিজেকে সেনাবাহিনীর মেজর শাকিল হিসেবে পরিচয় দিতো। পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পে চাকরি দেয়ার নামে ৪০ থেকে ৫০ জনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে সে। গতকাল সন্ধ্যায় নড়াইল সদরের ভওয়াখালী এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়ার সময় নয়নকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী আটক করা হয় দুই সহযোগী মিজান শেখ ও আহাদ ফকিরকে।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply