ধর্ষণের অভিযোগে এসপির বিরুদ্ধে নারী ইন্সপেক্টরের মামলা

|

মহানগর দায়রা জজ আদালত, ঢাকা।

জাতিসংঘ মিশনে সুদানে কর্মরত থাকাকালীন ধর্ষণের অভিযোগে বাগেরহাট পিবিআই এর পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন এক নারী ইন্সপেক্টর।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ তিনি এই মামলাটি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ফরহাদ হোসেন।

আদালতে নারী পুলিশ ইন্সপেক্টর অভিযোগ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে জাতিসংঘ মিশনে সুদানের দারফুরে দায়িত্ব পালন করছিলেন তিনি। সে সময় এক রাতে তখনকার ইউনিট কমান্ডার এসপি মোক্তার তাকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

পরে, ভয়ভীতি দেখাতে থাকেন এসপি মোক্তার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আরও এক বছর ধরে সুদান এবং দেশে ফেরার পর বাসায় ও হোটেলে ধর্ষণ করেন। মামলার আগে এই নারী কর্মকর্তা পুলিশ সদরে অভিযোগ জানিয়েছিলেন বলেও জানান তার আইনজীবী।

নারী পুলিশ কর্মকর্তার আইনজীবী ফরহাদ হোসেন বলেন, মামলার বাদী ও আসামি দুইজনই সুদানে জাতিসংঘ মিশনে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন আসামি তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর দেশে ও দেশের বাইরে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply