যুক্তরাষ্ট্রে সম্প্রতি করোনায় আক্রান্তদের ১৫ শতাংশের বেশি শিশু

|

ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোভিড আক্রান্তদের ১৫ শতাংশের বেশি শিশু। দুই সপ্তাহে সংক্রমিত হয়েছে প্রায় এক লাখ শিশু। মার্কিন রোগতত্ত্ব বিষয়ক সংস্থা সিডিসি জানিয়েছে এ তথ্য।

সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে স্কুল খোলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মাস্ক পরার বাধ্যবাধকতা ছাড়া স্কুল চালুর সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলছেন তারা।

মার্কিন রোগতত্ত্ব বিভাগ সিডিসি’র তথ্য বলছে, জানুয়ারিতে সর্বোচ্চ সংক্রমণের সময়ও ১৫ বছরের কম বয়সীদের আক্রান্তের হার ছিল সবচেয়ে কম। অথচ এখন পঞ্চাশোর্ধদের তুলনায় স্কুলগামীদের আক্রান্তের হারই বেশি। যাদের ৯০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টের শিকার। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, আইসিইউতেও বেড়ে চলেছে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply