আইসিসির মাস সেরা খেলোয়াড় সাকিব আল হাসান

|

আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইসিসির জুলাই মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার হেইডেন ওয়ালশ ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের সাথে মাস সেরা খেলোয়াড় হবার জন্য মনোনীত হয়েছিলেন সাকিব।

জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ের পর সাকিবের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সে অস্ট্রেলিয়াকেও ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের সাথে ওয়ানডেতে ১৪৫ রানের সাথে ৮ উইকেট নেন সাকিব। এরপর টি-টোয়েন্টিতে ৭ ইকোনমি রেটে নেন ৩টি উইকেট। এছাড়া জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টেও ৫ উইকেট দখল করেছেন সাকিব। যার মধ্যে ছিল প্রথম ইনিংসে নেয়া ৮২ রানে ৪ উইকেট।

মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হবার পর আইসিসির কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাকিব বলেন, আইসিসির জুলাই মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হওয়াটা দারুণ সম্মানের। কারণ, পুরো মাস জুড়েই ছিল অনেক অনেক দুর্দান্ত পারফরমেন্স।

তিনি আরও বলেন, দলের জয়ে অবদান রাখতে পারলেই আমি সবচেয়ে বেশি আনন্দ ও সন্তুষ্টি খুঁজে পাই। গত কয়েক সপ্তাহে বাংলাদেশকে সাফল্য অর্জনে সাহায্য করতে পেরে আমি তাই সত্যিই খুব আনন্দিত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply