চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

|

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। আজ রবিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা মিলিত হয়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। আন্দোলন কারীরা বিদ্যমান কোটা প্রথার সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি করে।

বিক্ষোভকারীরা- কোটা সংস্কার চাই সংস্কার চাই; বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দেয় । এসময় শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে।
এর আগে গত সোমবার একই দাবিতে সারাদেশের বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন তারা।
উল্লেখ্য চাকরি ক্ষেত্রে নানা ধরনের কোটাপদ্ধতির কারণে যোগ্যপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এমন অভিযোগে দীর্ঘদিন কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আসছে চাকরিপ্রার্থীরা।

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply