টিকা পেতে মধ্যরাত থেকেই কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন

|

রাজধানীর মিরপুরের একটি গণটিকা কেন্দ্রের সামনে মধ্যরাত থেকে লাইনে মানুষ।

করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর গণটিকা কেন্দ্রে রাত থেকেই অপেক্ষায় মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে পড়েন নারী-পুরুষসহ সব বয়সী মানুষ। এরপরও শেষ পর্যন্ত তারা টিকা পাবেন কি-না তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর এগারোর জান্নাত একাডেমিতে গণটিকাদান কেন্দ্রের সামনের সরু গলিতে দেখা যায় কয়েকশ মানুষের ভিড়। ছেলে-বুড়ো-নারী সবাই আছেন সেখানে। দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে কেউ কেউ রাস্তায় বসে পড়েছেন। জটলায় সময় কাটাতে গল্পে মেতেছেন নারীরা।

এভাবে অপেক্ষারত মানুষেরা জানান, দিনে আসলে সিরিয়াল বা টোকেন পাওয়া যায় না এজন্য রাত থেকে এসে বসে আছি। মধ্যরাতে এসেও দেখলাম অনেক মানুষ আগেই এসে বসে আছে।

আগেও রাত থেকে লাইনে দাড়িয়ে টিকা পান নি অনেকে। সেই কারণে এবারও টিকা পাবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কেউ কেউ।

টিকা নিতে এসে লাইনে দাঁড়ানো এক নারী জানান, আমি গতকালও এসে লাইনে দাঁড়িয়ে টিকা পাইনি। আজও অপেক্ষায় আছি। জানি না টিকা পাবো কি না।

গভীর রাতের দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়েও দেখা যায় বিশৃঙ্খলা। কেউ কেউ জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায়। পরে টোকেন দেয়া হলে শান্ত হয় পরিস্থিতি।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply