আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

|

ছবি: প্রতীকী

আবারও করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড করলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬৪ জনের প্রাণহানি হয়েছে। এর আগেও একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৩ হাজার ১৬১ জনের। একদিনে করোনা শনাক্তের হার ২৩.৫৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৫৪ জন আর নারী ১১০ জন। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ ৯২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে ৬০ জন, খুলনায় ২৭ জন, রাজশাহীতে ২৫ জন, ময়মনসিংহে ১৮ জন, সিলেটে ১৭ জন, রংপুরে ১৪ ও বরিশালে ১১ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply