রাঙামাটির দুর্গম এলাকায় হেলিকপ্টারে পাঠানো হয়েছে টিকা

|

দুর্গম পার্বত্য এলাকায় হেলিকপ্টারে পাঠানো হচ্ছে টিকা।

রাঙামাটি প্রতিনিধি:

গত ৭ আগস্ট সারাদেশে গণটিকাদান অনুষ্ঠিত হলেও রাঙামাটির ৫০টি ইউনিয়নের ৪৯টিতে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে জেলার বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে টিকা দেয়া সম্ভব হয়নি। সেখানে বেশীর ভাগ তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী বসবাস করে।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্গম বড়থলি ইউনিয়নে করোনা ভাইরাসের টিকা নিয়ে যায়। সকালে কাপ্তাই উপজেলার সেনাবাহিনীর হেলিপ্যাড থেকে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মিজানুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টীম বড়থলি যায়। সেখানে গিয়ে তারা গণটিকা কার্যক্রম পরিচালনা করেন।

রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এখনো রাঙামাটি জেলার অনেক ইউনিয়নে টিকাদান সম্পন্ন করা সম্ভব হয়নি, তবে টিকাদান অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী বড়থলি ইউনিয়নের জন্য ৬শ টিকা পাঠানো হয়েছে।

এদিকে, সেনাবাহিনী জানিয়েছে দুর্গম পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় এধরণের কার্যক্রম অব্যাহত রাখবে তারা।
/এনবি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply