১৬ মাস পর যাদের জন্য সীমান্ত খুলেছে কানাডা

|

১৬ মাস পর মার্কিনীদের জন্য সীমান্ত খুলেছে কানাডা। তবে সেটা শুধু পূর্ণ ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের জন্য। গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে পর্যটন খাতকে চাঙ্গা করতেই এ সিদ্ধান্ত ট্রুডো প্রশাসনের। দীর্ঘদিন পর সীমান্ত খোলায় রীতিমতো যানজট লেগে গেছে ক্রসিং এলাকাগুলোতে।

সোমবার (৯ আগস্ট) অন্টারিও এবং মিনেসোটার ক্রসিংগুলো পার হতে দীর্ঘ লাইনে পড়তে হয় পর্যটকবাহী গাড়িগুলোকে। এমনকি ৭ ঘণ্টা পর্যন্তও অপেক্ষা করতে হয়েছে কোনো কোনো গাড়িকে। এছাড়া নিউইয়র্ক ও মেইন রাজ্য থেকে কানাডায় ঢোকার ক্রসিংয়ে ৩ ঘণ্টা পর্যন্ত দাঁড়াতে হয়েছে গাড়িগুলোকে।

করোনা মহামারি বিস্তারলাভ করায় ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের প্রমোদ ভ্রমণ নিষিদ্ধ করে কানাডা। প্রায় দেড় বছর পর দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী মার্কিনীদের জন্য আবার উন্মুক্ত করা হয়েছে সীমান্ত। আন্তর্জাতিক পর্যটকরা সেপ্টেম্বর নাগাদ এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply