গাজীপুরে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে করোনার টিকা

|

করোনা সংক্রমণের হার কমাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি।

কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই বাসায় গিয়ে করোনার টিকা দেয়া হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। করোনা সংক্রমণের হার কমাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সেইসাথ টিকাকেন্দ্রে রেজিস্ট্রেশনসহ কারও কোনো রকমের ঝামেলা হলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের সব জায়গায়ই করোনা টিকাকেন্দ্রগুলোতে কম-বেশি ভিড়। কম বয়সী থেকে প্রবীণ সবাইকেই দীর্ঘ সময় লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে। তবে কিছুটা ব্যতিক্রম গাজীপুরের শ্রীপুরের চিত্র। এখানে বয়স্ক, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে দেয়া হচ্ছে ভ্যাকসিন। কোনো ধরনের ঝামেলা ছাড়া টিকা নিতে পারায় খুশি সুবিধাভোগীরাও।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। প্রতিদিন সকাল সকাল মেডিকেলের একটি দল বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্যক্রমে নেমে পড়েন।

স্থানীয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস আশা করেন, শীঘ্রই সংক্রমণের হার কমাতে পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে।

এখনও পর্যন্ত শ্রীপুরের ৩টি ইউনিয়নে ৩০ জনের বাড়িতে গিয়ে করোনার টিকা দেয়া হয়েছে। একে একে ৮টি ইউনিয়ন ও পৌরসভায় এই কর্মসূচি চলবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply