যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজ সাময়িক বন্ধ ছিল

|

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজ সাময়িক বন্ধ ছিল

ছবি: সংগৃহীত

একবছরের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয়বার বিকল হলো বিখ্যাত ‘লন্ডন টাওয়ার ব্রিজ’। এরফলে সোমবার টেমস নদীর দু’তীরে লাগে দীর্ঘ যানজট।

স্থানীয় সময় দুপুর নাগাদ জাহাজ চলাচলের জন্য সেতুটির ওপরের অংশ খোলা হয়। তারপরই সাড়ে ৩ ঘণ্টার জন্য আটকে যায় সংযোগ স্ল্যাভগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে সেগুলো জোড়া লাগানো সম্ভব হয়নি।

এসময় ট্যাফিক এড়াতে বিকল্প পথে গন্তব্যে পৌঁছায় যানবাহন। বিশালাকার নৌযান চলাচলের জন্য বছরে গড়ে ৮০০ বার খোলা হয় জনপ্রিয় টাওয়ার ব্রিজ।

২০০৬ সালে, সবশেষ এর মেরামত করা হয়। লন্ডনের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্ত করতে ১২৭ বছর ধরে ব্যবহৃত হচ্ছে বিখ্যাত এই সেতু।

প্রসঙ্গত, ৭৮৭ ফুট দীর্ঘ লন্ডন টাওয়ার ব্রিজের কাজ শেষ হয়েছিল ১৮৯৪ সালে। এই ব্রিজের উপরের অংশটি এককালে বাষ্পশক্তির সাহায্যে খোলা-বন্ধ করা হতো। তবে ১৯৭৬ সাল থেকে তা বিদ্যুৎচালিত করা হয়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply