নিজ দেশে সব সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ

|

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে ট্রফি নিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, নিজ দেশে সব সিরিজই জিততে চান তিনি। র‍্যাঙ্কিং অনেক সময়ই প্রকাশ করতে পারে না যে নিজ দেশে আমরা কতোটা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা এই সিরিজে তা আবারও প্রমাণ করেছি। আমাদের কন্ডিশনে আমরা সব সিরিজই জিততে চাই।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানান বিশ্ব ক্রিকেটের শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের রহস্য। তিনি বলেন, সঠিকভাবে পরিকল্পনার বাস্তবায়ন এবং উইকেটের আচরণ অনুযায়ী বোলিং করার মাধ্যমেই এই স্লো উইকেটে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে টিম বাংলাদেশ।

বোলারদেরকেই মূল কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ। তিনি জানান, সিরিজের শুরুতে বোলিং ইউনিটকেই তিনি মূল দায়িত্ব নিতে বলেছিলেন। এর পাশাপাশি ব্যাটিং ইউনিটের কথাও ভুলে যাননি। এমন কন্ডিশনে ১২০-১৩০ রানও যে বেশ চ্যালেঞ্জিং এবং টাইগাররা সে রকম স্কোর প্রায় প্রতি ম্যাচেই করেছে, সেটাও মনে করিয়ে দেন টাইগার অধিনায়ক।

জিম্বাবুয়ে থেকেই এ পর্যন্ত ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দারুণভাবে উন্নতি করছে। আজকের ম্যাচে সুযোগ পেয়েই দারুণ পারফর্ম করা সাইফুদ্দিনও অধিনায়কের কথারই প্রতিফলন ঘটান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply