বার্সায় অভিষেকের আগেই দুঃসংবাদ পেলেন আগুয়েরো

|

ছবি: সংগৃহীত

মেসিকে হারিয়ে ইতোমধ্যে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। এবার মৌসুম শুরুর আগে আবারও বিপদে বার্সা। সদ্য ন্যু ক্যাম্পে যোগ দেয়া আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো পায়ের চোট নিয়ে প্রায় ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

সোমবার (৯ আগস্ট) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানায় ক্লাবটি।

গতকাল রোববার (৮ আগস্ট) পায়ের ব্যথায় হাঁটতে সমস্যা হচ্ছিলো তার। স্বাস্থ্য পরীক্ষার পর তার ডান পায়ের কাফের টেন্ডনে চোট ধরা পড়ে। তবে কীভাবে এই চোট পেয়েছেন তা জানায়নি কাতালান ক্লাবটি।

এখনও বার্সার জার্সিতে কোনো ম্যাচ খেলেননি আগুয়েরো। গত ১১ জুলাই আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালেও মাঠে দেখা যায়নি তাকে।

আগামী রোববার (১৫ আগস্ট) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বার্সার লা লিগা মিশন। এর আগে গত রোববার হোয়ান গ্যাম্পার ট্রফিতে জুভেন্টাসকে হারিয়ে প্রাক মৌসুম শেষ করেছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply