মেসির পিএসজিতে যোগ দেয়া ঠেকাতে আদালতের দ্বারস্থ হচ্ছে বার্সেলোনা

|

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে লিওনেল মেসির। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পর বিদায়ী সংবাদ সম্মেলনও করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। তবে মেসির পিএসজিতে যোগ দেয়া ঠেকাতে আদালতের দ্বারস্থ হচ্ছে বার্সেলোনা। এমন সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

মার্কার বরাত দিয়ে ইএসপিএন বলছে, সোমবার প্যারিসে মেসি স্বাস্থ্য পরীক্ষায় পাস করলেই পিএসজির সাথে চুক্তি পাকা হবে তার। এবার খবর এলো বার্সেলোনা বাগড়া দিতে চাইছে মেসির পিএসজিতে যোগ দেবার পরিকল্পনায়।

মার্কার মতে, বার্সেলোনার পক্ষে আইনজীবী হুয়ান ব্রানকো ইউরোপিয়ান আদালতে ইতোমধ্যেই অভিযোগ দাখিল করেছেন। যেখানে বলা হয়েছে- বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে পিএসজি নাকি তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। এই অর্থনৈতিক অবকাঠামো নিয়মের কারণেই মেসিকে ছাড়তে হয়েছে বার্সাকে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply